Friday, June 15

কানাইঘাটে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেনীর ছাত্রী

কানাইঘাট থানা পুলিশের হস্তক্ষেপে ১৩ বছরের এক কিশোরীর বাল্যবিবাহ ভন্ডুল হয়ে গেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দুর্গম এলাকা মিকিরপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, মিকিরপাড়া গ্রামের রুস্তুম আলীর ১৩ বছরের কিশোরী কন্যা ৭ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তারের সহিত বিয়ানীবাজার উপজেলার মাথিউরা সোনারকান্দি গ্রামের তোতা মিয়ার পুত্র ফয়সল আহমদের বিয়ে গতকাল শুক্রবার ঠিক হয়। এ উপলক্ষে বর ও কনের পরিবারের পক্ষ থেকে দাওয়াতপত্রের কার্ড বিলিসহ বিয়ের সবধরণের প্রস্তুতি গ্রহণ করেন। বাল্য বিবাহের বিষয়টি স্থানীয় লোকজন থানা পুলিশকে অবহিত করলে বাল্য বিবাহ বন্ধ করার জন্য থানার এএসআই আরিফুল হক গত বৃহস্পতিবার কনের বাড়ীতে যান। কনের বাবা-মার সাথে কথা বলে বাল্যবিবাহের কুফল এ সংক্রান্ত আইনের কঠোরতা তুলে ধরলে কনের পরিবার বিষয়টি বুঝতে পেরে কিশোরী মেয়ে শারমিন আক্তারের বিয়ে হবে না মর্মে পুলিশের কাছে লিখিত মুচলেকা দেন। ফলে গতকাল বাল্যবিবাহের হাত থেকে কিশোরী শারমিন আক্তার রক্ষা পায় এবং বিয়ে ভন্ডুল হয়ে যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়