Wednesday, February 1

কানাইঘাটে এফ.আই.ডি.ভি পরিচালিত ৫টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষা মেলা অনুষ্ঠিত

কানাইঘাটে এনজিও সংস্থা এফ.আই.ডি.ভি পরিচালিত ৫টি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এক শিক্ষা মেলা আজ বুধবার দিনব্যাপী কানাইঘাট ঠাকুরের মাটি এফ.আই.ডি.ভি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মেলায় ১৫টি স্টল অংশগ্রহন করে। শিক্ষা মেলায় এফ.আই.ডি.ভি পরিচালিত কানাইঘাট নয়ামাটি, জয়পুর, ছইদুলের মাটি, মনিপুর লীপুর ও চাঁপনগর প্রাথমিক বিদ্যালয় ছাড়াও ভাড়ারী মাটি ও চরিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। উক্ত শিক্ষা মেলায় দিনব্যাপী ক্ষুধে শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন উচ্চতর মাপ, ওজন, মাপ, পায়ের দীর্ঘ মাপ, নাকের দৈর্ঘ্য মাপ, প্রাজন মার্বেল গণনা, পানি মাপা, টাকায় রূপান্তর পয়সা খেলা, নিশানা চর্চা, শরীর চর্চা, বাক্য তৈরী, শব্দ তৈরী, স্লিপিং গেইম, জুড়িতে বল ফেলা, সাবধানে হাঁটা ইত্যাদি বিষয়ের উপর মেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। মেলায় এফ.আই.ডি.ভি’র ৫টি স্কুল ছাড়াও ভাড়ারী মাটি ও চরিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। দিনব্যাপী এ শিক্ষা মেলার শুভ উদ্বোধন করেন এফ.আই.ডি.ভি’র কানাইঘাট প্রাথমিক শিক্ষা কর্মসূচীর সহকারী আবিদুর রহমান। মেলার স্টল পরিদর্শন করেন কানাইঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ৪নং সাঁতবাক ইউপি চেয়ারম্যন মাষ্টার ফয়জুল ইসলাম, চরিপাড়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজম্মিল আলী, এফ.আই.ডি.ভি’র কানাইঘাট এরিয়ার টিম লিডার লুৎফুর রহমান, কর্মসূচীর সহকারী কুতুব উদ্দিন, গৌতম মল্লিক, মোঃ গুলেনুর, মাহফুজ মিয়া। বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিকদের মধ্যে মঈনূল হক চৌধুরী, ফখর উদ্দিন, আব্দুল ওদুদ চৌধুরী, আবুল খায়ের, ইসলাম উদ্দিন, ও আব্দুল কাদির প্রমুখ। ব্যাতিক্রমধর্মী এ শিক্ষা মেলায় কোমল মতি শিক্ষার্থীরা মৌলিক প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের কাছে পেয়ে আনন্দ উল্লাসে মেতে থাকে পুরো দিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়