Tuesday, January 31

কানাইঘাট পৌরসভায় বেসরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

কানাইঘাট উপজেলার সদরের পৌর এলাকায় রামপুর গ্রামে নতুন বেসরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রামপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নামে এই বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে পৌরসভার ১নং ওয়ার্ডবাসীর দীর্ঘ দিনের দাবী পূরণ হলো। পৌরসভার অর্থায়নে বিদ্যালয়টি পরিচালিত হবে। বিদ্যালয়ের উদ্বোধন শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। এ সময় পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর তাজউদ্দিন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল হক, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহান ও সংরক্ষিত আসনের কাউন্সিলর ফয়জুন নেছা, বিশিষ্ট মুরুববী ইজ্জাদুর রহমান চৌধুরী, পৌরসভার ইঞ্জিনিয়ার মনিরুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মেয়র বায়মপুর বদিকোনা রাস্তার মাটির কাজের উদ্বোধন সহ পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়