কানাইঘাটে অগ্নিদগ্ধ হয়ে আহত হোটেল শ্রমিক সাহাব উদ্দিন ৪দিন সিলেট ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জ্যা লড়ে গত মঙ্গলবার গভীর রাতে মারা গেছেন। জানা যায়, কানাইঘাট বাজারের শাহজালাল রেস্টুরেন্টের কর্মচারী সাহাব উদ্দিন (২৫) গত শনিবার সকালে রুটি তৈরির সময় কেরোসিনের চুলা বাস্ট মেরে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত হয়। ঐদিন তাকে আশংকা জনক অবস্থায় হোটেল কর্তৃক ওমেক হাসপাতালে ভর্তী করলে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১টার দিকে সে মারা যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বরণকারী সাহাব উদ্দিনের বাড়ী উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ২য় খন্ড গ্রামে। তার পিতার নাম ইয়াকুব আলী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের খবর পাওয়া যায় নি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়