Tuesday, January 31

কানাইঘাটে সমাজসেবী সামছ উদ্দিন হাজীর ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি মিয়াগুল নিবাসী সামছ উদ্দিন হাজী আর নেই। তিনি গত সোমবার ভোর ৬টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম হাজী আহসান উল্লাহর পুত্র সামছ উদ্দিন ছিলেন একজন সমাজসেবী ও শালিস বিচারক। গত সোমবার বাদ জোহর স্থানীয় মিয়াগুল মসজিদ মাঠে অনুষ্ঠিত বিশাল জানাজা নামাযে ইমামতি করেন তার সুযোগ্য পুত্র বিশিষ্ট আলেমে দ্বীন জামায়াত নেতা আল্লামা বেলাল আহমদ।মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, জেলা জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, উপজেলা জামায়াতে আমীর আব্দুল করিম, কানাইঘাট প্রেসক্লাব যুগ্ম সম্পাদক আম্বিয়া চৌধুরী, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন মেম্বার, বিএনপি নেতা শরীফ উদ্দিন ও আবুল হাসনাত প্রমুখ।এদিকে হাজী সামছ উদ্দিন স্মরণে এক সভা স্থানীয় শহর উল্লাহ মার্কেটে বেলা ৩টায় অনুষ্ঠিত হয়। জামায়াত নেতা আমিন উদ্দিন (তোতা মিয়া)’র সভাপতিত্বে এবং হুমায়ুন রশীদ বেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় হাজী সামছ উদ্দিন এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জামায়াত নেতা আল্লামা আবুল কালাম, বদরুল আলম, আব্দুল্লাহ আল মামুন, আলী আহমদ, শামীম আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়