নিজাম উদ্দিনঃ
সিলেট জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, শেখ হাসিনার সরকার যখন একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধী বিচার প্রক্রিয়া তরান্বিত, সকল হত্যাকান্ডের বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন কায়েম, জনগণের কল্যাণে বিভিন্ন যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন, গ্রামীণ এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করন এবং বিদ্যুৎ সেক্টরে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে লোড শেডিং মুক্ত করে অর্থনৈতিক ক্ষেত্রে বিপ্লব সাধনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন, তখন যুদ্ধাপরাধী ও দূর্নীতিবাজদের বিচার বানচাল করার লক্ষে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া একাত্তরের ঘাতক জামায়াত শিবিরকে সাথে নিয়ে সারাদেশে পরিকল্পিতভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখ্যাত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। কিন্তু ষড়যন্ত্র আর চক্রান্ত করে যুদ্ধাপরাধীদের রক্ষা ও সরকার উৎখ্যাত করা যাবে না বলে তিনি হুসিয়ার উচ্চারণ করেন। আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান আজ সোমবার(৩০ জানুয়ারী) বিকেল ৫টায় কানাইঘাট গাছবাড়ী বাজারে ৭নং দক্ষিণ বানীগ্রাম ও ৮নং ঝিংগাবাড়ী ইউপি আ’লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিকের নাগরিক গণ সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক বিরাট জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন। আ’লীগ নেতা সাইফুল্লাহ খালেদের সভাপতিত্বে এবং এডভোকেট আব্দুস সাত্তারের পরিচালনায় উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আ’লীগের সহসভাপতি, সিলেট সদরের উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মাসুক উদ্দিন আহমদ চৌধুরী, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সজ্জাদ আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, ৬ নং সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম,সংবর্ধিত জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক। বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মাসুদ আহমদ, ওলিউর রহামান, রফিক আহমদ, এডভোকেট মামুন রশিদ, আব্দুল খালিক নয়ন, ফজলে হক, উমর আলী, মাষ্টার সিরাজ উদ্দিন, আলা উদ্দিন, যুবলীগ নেতা মাসুক আহমদ, নাজিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাংসকৃতিক সম্পাদক শাহরিয়ার বখত সাজু, থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়