কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা কমিউনিটি ক্লিনিকের ডাক্তারদের তত্ত্বাবধানে সফল ভাবে প্রথম বারের মত সন্তান প্রসব করেছেন রিনা বেগম (২৬)। তিনি নিজ চাউরা উত্তরগ্রামের জমির উদ্দিনের স্ত্রী। গতকাল সকাল ৮ টায় রিনা বেগম প্রসব জনিত ব্যাথা নিয়ে কিনিকে তার স্বজনদের নিয়ে উপস্থিত হন। প্রথমে কমিউনিটি কিনিকের কর্তব্যরত ডাক্তাররা তার প্রাথমিক চিকিৎসা সেবা দেন পরবর্তীতে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডাঃ উৎপলেন্দু বিশ্বাস একদল মেডিকেল টিম নিয়ে দ্রুত সেখানে পৌছেন। তাদের সহায়তায় কোনপ্রকার জটিলতা ছাড়াই রিনা বেগম একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেন। মা-বাবা তাদের হৃদয় নিংড়ানো এ পুত্র সন্তানের নাম রেখেছেন হৃদয়।
Good news
ReplyDeletePlease visit:-http://www.google.com/imgres?imgurl=http://bnbnews.co/bnbnews/content/archives/2012/01/pic-ramc-pur.jpg&imgrefurl=http://bnbnews.co/bnbnews/%3Fp%3D8871&usg=__RhBGUjBf0xVZ6qUvOaOk3qA_CyU=&h=443&w=1025&sz=309&hl=en&start=17&sig2=rCeb3etTz_b7Ax6SeMtZtA&zoom=1&tbnid=i1wXd3tl7ggIRM:&tbnh=65&tbnw=150&ei=WOoWT5K3LYuurAe-ndQx&itbs=1
ReplyDelete