Wednesday, January 18

কানাইঘাট প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পূর্ণবহাল, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি বাতিল, টিপাইমুখে বাঁধ নিমার্ণ বন্ধ এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম.ইলিয়াস আলীসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে আজ বুধবার কানাইঘাট উপজেলা শাখা বিএনপির উদ্যোগে কানাইঘাট প্রেসকাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুর রব বলেন, বর্তমান সরকার দেশে একদলীয় বাকশাল ব্যবস্থা পুর্ণবহালের ল্েয সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে আদালতের অসম্পূর্ণ রায় পাশ কাটিয়ে নিরপে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতীয় সংসদে মাত্র ৪ মিনিটে বাতিল করে দেশে শান্তিপূর্ণ অবাধ নিরপে নির্বাচন ব্যবস্থা উঠিয়ে দিয়ে দেশকে চরম অনিশ্চয়তার দিকে টেলে দিচ্ছে। কিন্তু কোন দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপে এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি উদাহরণ হিসাবে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের ল্েয ১৯৯৫-৯৬ সালে বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দাবীতে তাদের মিত্রদের নিয়ে দেশে ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও, অসংখ্য মানুষ হত্যা ও লাগাতার হরতালের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করলে তৎকালীন বিএনপি সরকার আ’লীগের আন্দোলন ও দাবীর প্রেেিত নিরপে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অতীতের সবকটি জাতীয় সংসদ নির্বাচন নিরপে ভাবে সম্পন্ন হলেও আজ মতার লোভে শেখ হাসিনা অতীত ইতিহাস ভুলে গিয়ে মতায় টিকে থাকার জন্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের চরম ভরাডুবির আশংকায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে (দলীয় সরকার) তাদের অধীনে নিবার্চন অনুষ্ঠানের চেষ্টায় লিপ্ত রয়েছে। দলীয় সরকারের অধীনে কখনও সুষ্ট-অবাধ-নিরপে গ্রহণ যোগ্য নির্বাচন সম্ভব নয়, কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেভাবে দায়িত্ব পালন করতে পারে না, এর নজির রয়েছে। তিনি প্রমাণ হিসাবে উল্লেখ করে বলেন, ভোলা উপ-নির্বাচন এবং নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে করতে কমিশন সেনাবাহিনী মোতায়ানের দাবী সরকারের কাছে জানালেও তারা সেনাবাহিনী মোতায়েন করেনি। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, ফিনল্যান্ডের মতো অন্যান্য উন্নত রাষ্ট্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করলেও পরবর্তীতে ফলাফল পরিবর্তন, জাল-জালিয়াতিসহ বিভিন্ন ত্র“টি ধরা পড়লে এ পদ্ধতিতে ভোট গ্রহণ বাতিল করা হয়। কিন্তু যেখানে দেশে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ বাতিল হচ্ছে সেখানে বর্তমান সরকার নির্বাচন কমিশনের যোগসাজসে দীর্ঘদিন ধরে চলে আসা (সনাতন) পদ্ধতিতে ব্যালেটের মাধ্যমে ভোট প্রথা বাতিল করে নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থের জন্য জনগণের ভোটাধিকারের রায় পরিবর্তন ও ভোট ডাকাতি, নির্বাচনী ফলাফল পাল্টিয়ে মতায় টিকে থাকার উদ্দেশ্যে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে। এ পদ্ধতিতে ভোট গ্রহণ হলে পোলিং এজেন্টদের অজান্তে নিবার্চনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ব্যাপক কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করতে পারেন। বিএনপি মনে করে ইভিএম পদ্ধতি বর্তমান সরকারের পাতানো বিজয় বক্স ছাড়া আর কিছু নয়। লিখিত বক্তব্যে আব্দুর রব আরো বলেন, সরকার ষড়যন্ত্রের মাধ্যমে মতায় টিকে থাকার আজ দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত করে বিরোধী দলের উপর স্টিমরোলার চালাচ্ছে। এ ধারাবাহিকতায় দেশের জনগণের ভোটাধিকার নিশ্চতকরণসহ সকল গণতান্ত্রিক আন্দোলন নৎসাত করার ল্েয বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর অংশ হিসাবে সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম.ইলিয়াছ আলীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। অপর দিকে পুরো সিলেটসহ দেশের বিরাট অংশ মরু প্রক্রিয়া করার ল্েয ভারত সরকার একতরফা ভাবে টিপাইমুখে মরন বাঁধ নির্মাণ করলেও ব্যর্থ সরকার তার প্রতিবাদ করতে পারছে না। তিনি দেশের এই ক্রান্তিলঘেœ তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা পুর্ণবহাল, ইভিএম পদ্ধতি বাতিল, টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধ এবং সরকারের সকল হিংসাত্মক অগণতান্ত্রিক কার্যকলাপ রুখে দাঁড়াবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনের চলমান সকল আন্দোলন-সংগ্রামে দেশপ্রেমিক সকল শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম.এ. লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, পৌর বিএনপির সভাপতি ইফজালুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নূরুল হোসেন বুলবুল প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়