কানাইঘাট পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুল্লাহর নিঃশর্ত মুক্তির দাবীতে এবং তার উপর দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সাজানো মিথ্যা মামলা পুনঃ তদন্তের দাবীতে কানাইঘাট পৌর আ’লীগ ও কানাইঘাট বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় কানাইঘাট বাজার ত্রিমোহনী পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদের সভাপতি জিএম হায়দারের সভাপতিত্বে এবং পৌর আ’লীগ নেতা ইসমাইল হোসেনের পরিচালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আ’লীগের সিনিয়র সদস্য জননেতা জমির উদ্দিন প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আ’লীগ নেতা সিরাজুল ইসলাম (খোকন), বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। বক্তব্য রাখেন, পৌর আ’লীগ নেতা খলিলুর রহমান, আজমল হোসেন, ইসলাম উদ্দিন, নজরুল ইসলাম, মামুন রশিদ, সাহেদ আহমদ ও আজির উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, একটি মামলাবাজ চক্র সরকারী জলমহাল গাঁয়ের জোরে ভোগ দখল করে সরকারের ল ল টাকা রাজস্ব ফাকির মাধ্যমে হরিলোটের চেষ্টা করলে আব্দুল্লাহ তার প্রতিবাদ করায় সম্পূর্ণ উদ্দেশ্য মূলকভাবে প্রতিবাদী কন্ঠ পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিভিন্ন সমাজিক সংগঠনের সাথে জড়িত আব্দুল্লাহর উপর সম্পূর্ণ ষড় যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রাণী করছে। নেতৃবৃন্দ অবিলম্বে আব্দুল্লাহর নিঃশর্ত মুক্তির দাবী করে তার বিরুদ্দে দায়েরকৃত মামলা পুনঃ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়