কানাইঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টায় থানার পশ্চিম পাশের বুরহান উদ্দিন রোডে’র লতিফ ম্যানশনের পাশ থেকে সিএনজি সহ ৪৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জানা যায়, চতুল ইউপি’র কুড়ার পাড় গ্রামের নূর উদ্দিন (৪০) এর বাড়ি থেকে উপজেলা সদরে থানার সম্মুখে আসা মাত্র গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই.হাবিব আহমদ একদল পুলিশ ফোর্স নিয়ে সীমান্তের সুরাইঘাট থেকে আসা (সিলেট-থ-১২-৩৭০৭) নাম্বারের সিএনজি লতিফ ম্যানশনের সামনে গতিরোধ করলে একজন পালিয়ে গেলেও ৪৬ বোতল মদ ও সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সম হয় পুলিশ। গ্রেফতারকৃতরা হল, কানাইঘাট ৭নং দণি বাণীগ্রাম ইউনিয়নের সরদারী পাড়া গ্রামের সুন্দর আলীর পুত্র মাদক ব্যবসায়ী সেলিম উদ্দিন (২৫) এবং একই গ্রামের গোলাম হায়দারের পুত্র সিএনজি চালক শহিদ আহমদ (২০) কে আটক করা হলেও আজমল নামে অপর এক মাদক ব্যবসায়ী পলায়ন করে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে পুুলিশ বাদী হয়ে গতকাল মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
৪৬ বোতল অফিসার্স চয়েস মদসহ দু’জন গ্রেফতার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়