Friday, April 15

গাছবাড়ীতে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টান
সিলেটের কানাইঘাট উপজেলার সামাজিক,অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির উদ্যোগে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল মংগলবার বিকেল ৪ টায় অনুষ্টিত হয়। স্থানীয় গাছবাড়ী কামিল মাদ্রাসা মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের নির্বাহী অফিসার,উপ সচিব হারুনুর রশিদ মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে একটি সুখী সুন্দর ও জন কল্যাণমুখী সমৃদ্দশালী সমাজ গড়ার কাজে এগিয়ে আসতে হবে । নিরলসভাবে নিজেকে সমাজ কল্যাণমুলক কার্যক্রম পরিচালনায় অংশ নিলে সার্র্বিক সমাজ ব্যবস্থায় উন্নয়ন অগ্রগতি সুনিশ্চিত হবে। তিনি গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী , গাছবাড়ী জামি উল উলুম কামিল মাদ্্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুর রহিম,গাছবাড়ী মডার্ণ একাডেমীর প্রধান শিক মিফতাহুল বর চৌধুরী, সহ প্রধান শিক ভানুরাম বৈদ্য, আব্দুল মজিদ, কাকুরাস্থ জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক জালাল উদ্দিন, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক নুরুল আমীন, ঝিংগাবাড়ী ইউপির চেয়ারম্যান সইফ উল্লাহ, সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলে হক, দণি বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সাবেক সভাপতি শিাবীদ আব্দুল মতিন, মাহমুদ হোসেন, আবু শহিদ শিকদার, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান এখলাছ, কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি দেলওয়ার হোসেন সেলিম, প্রবীন মুরব্বী হাজি শামসুদ্দীন, প্রবাসী আবুবক্কর সিদ্দিকী, গাছবাড়ী বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি হাজী আব্দুল মৌলা ও উত্তর বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি হাজী কুতুব উদ্দীন। গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি আতাউর রহমান আক্তার- এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খসরু পরিচালনায় আরো বক্তব্য রাখেন নাজিম উদ্দীন, রেজওয়ানুল করিম, আব্দুর রহিম,বজলুর রহমান, শ্রী শ্যামল চন্দ চন্দ্র, আব্দুল লতিফ প্রমুখ।শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফিরুজ বখত। স্বাগত বক্তব্য রাখেন হারুণ রশিদ। প্রধান অতিথিকে মানপত্র প্রদান করেন মতিউর রহমান। উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসএসসি- দাখিল উত্তির্ণ, ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত, ৪র্থ শ্রেণীর মেধা যাচাই প্রতিযোগিতায় উত্তির্ণ মোট ৪৭ জন কৃতি শিার্থীদেরকে বৃত্তি হিসেবে নগদ টাকা এবং প্রশংসাপত্র এবং সমিতির ২৯ জন আজীবন সদস্যকে সংবর্দনা ও সার্টিফিকেট বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। (বিজ্ঞপ্তি)।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়