Friday, April 15

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে র্ষ উদযাপিত


কানাইঘাটে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে এবং বাঙ্গালীর চিরাচরিত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উদ্যাপিত হয়েছে। শুভ বাংলা নববর্ষ ১৪১৮, ১লা বৈশাখের শুভণে মেঘলা আকাশ, মৃদু বাতাসের মধ্য দিয়ে এক অন্যরকম পরিবেশে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ছাড়া শিা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙ্গালী জাতির ঐতিহ্যধারায় কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ সবপেশার মানুষ বাঙ্গালীর চিরচেনা নকশী কাঁথার নানা ডিজাইনের অনেক রকম বাংলা ফ্যাশনের পোশাক পরে, হৈ-হুল্লোড় করে বর্ষবরণের দিনটি উদ্যাপিত করেন। বাংলা নববর্ষ উপল্েয কানাইঘাট বাজারে রাতে কানাইঘাট বাউল বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে বাংলার ঐতিহ্য তুলে ধরে বাউলগান পরিবেশন করে অনুষ্ঠানস্থল মাতিয়ে তুলেন সংগঠনের সভাপতি বিশিষ্ট্য বাউল শিল্পী বিশিষ্ট দেওয়ান কালা মিয়া। এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাছবাড়ী মডার্ণ একাডেমি শাখার উদ্যোগে দিনভর একাডেমি মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা - ডাল ভাতের উৎসব, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি,সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম। সমাজসেবি ওলিউর রহমানের সভাপতিত্বে এবং শিক আবু হানিফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আলহাজ বশির আহমদ উচ্ছবিদ্যালয়ের প্রধান শিক নুরুল আমিন.লন্ডন প্রবাসী এডঃআব্দুছ ছাত্তার,গাছবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর শিক আল-আমিন আকন্দ.হাছন চিশতি।স্বাগত বক্তব্য রাখেন বাউবির সমন্বয়কারী আব্দুল হক। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ উপল্েয র‌্যালী ও ভ্রাম্যমান বাউল গানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়