Sunday, March 20

কানাইঘাট সীমান্তে এক সপ্তাহ ধরে কাঠুরিয়া নিঁখোজ
কানাইঘাট সীমান্তে এক সপ্তাহ ধরে এক কাঠুরিয়া নিহতের ঘটনায় বাড়িতে কান্নার রুল বইছে। জানা যায়, উপজেলার ২নং লীপ্রসাদ পশ্চিম ইউপি'র বাউরবাগ প্রথম খন্ড সিংঙ্গারী পার গ্রামের এতিম আলীর পুত্র আলমাছ উদ্দিন (২৫) গত ১৩মার্চ প্রতিদিনের মতো বাংলাদেশ-ভারত সীমান্তের জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যান। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় তার স্বজনরা পরদিন সকালে সম্ভাব্য স্থানে অনেক খুঁজাখোজির পর স্থানীয় সুরইঘাট বিডিজি ক্যাম্প ও কানাইঘাট থানায় লিখিত ভাবে ঘটনাটি অবহিত করেন। এরই প্রেেিত গত ১৫ও ১৮মার্চ সুরইঘাট ও গামার পুঞ্জি ক্যাম্প পর্যায়ে দু'দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এখন পর্যন্ত আলমাছ উদ্দিন জীবিত না মৃত কোন ধরণের তথ্য না পাওয়ায় তার স্বজনদের মধ্যে শোকের মাতম বইছে। এ ব্যাপারে সুরইঘাট ক্যাম্পের হাবিলদার ফারুক আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি পতাকা বৈঠকের সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফ আমাদেরকে জানিয়েছে আলমাছ উদ্দিন বা কোন বাংলাদেশীর এ ঘটনা তাদের জানা নেই, কোন তথ্য পেলে অবগত করবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়