কানাইঘাট ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির বড়দেশ উত্তর পাঁচকুড়ি গ্রামে এক যুবকের হাতে ৭০ বছরের বৃদ্ধের মর্মান্তিক মৃতু্য ঘটেছে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, গত ১০/১২দিন পূর্বে বড়দেশ উত্তর পাঁচকুড়ি গ্রামের জুয়াহির আলী (৭০) এর একটি গরু চুরি হয়। এ বিষয়ে গত মঙ্গলবার(১৫ইমার্চ) রাত ৯টায় গ্রামে একটি বৈঠক বসে। বৈঠকে জুয়াহির আলী প্রতিবেশি আব্দুল মালিকের পুত্র ফাহাদ উদ্দিন (২০) কে গরু চুরির হোতা হিসেবে চি্ি#৮২০৬;হ্নত করলে বাক বিতন্ডা শুরু হয়। উপস্থিত মুরবি্বদের হস্তেেপ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় প্তি হয়ে পরদিন বুধবার সকাল ৮টায় জুয়াহির আলী বাড়ির দণি পাশে গরু চরাতে গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ফাহাদ উদ্দিন পিছন থেকে জুহাহির আলীকে দেশীয় কাঠের অস্ত্র দিয়ে মাথায় ও কোমরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করেন। গতকাল শুক্রবার বেলা ২টায় সিলেট ওমেক হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পুত্র বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
গরু চোরের হাতে বৃদ্ধ খুন
কানাইঘাট ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির বড়দেশ উত্তর পাঁচকুড়ি গ্রামে এক যুবকের হাতে ৭০ বছরের বৃদ্ধের মর্মান্তিক মৃতু্য ঘটেছে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, গত ১০/১২দিন পূর্বে বড়দেশ উত্তর পাঁচকুড়ি গ্রামের জুয়াহির আলী (৭০) এর একটি গরু চুরি হয়। এ বিষয়ে গত মঙ্গলবার(১৫ইমার্চ) রাত ৯টায় গ্রামে একটি বৈঠক বসে। বৈঠকে জুয়াহির আলী প্রতিবেশি আব্দুল মালিকের পুত্র ফাহাদ উদ্দিন (২০) কে গরু চুরির হোতা হিসেবে চি্ি#৮২০৬;হ্নত করলে বাক বিতন্ডা শুরু হয়। উপস্থিত মুরবি্বদের হস্তেেপ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় প্তি হয়ে পরদিন বুধবার সকাল ৮টায় জুয়াহির আলী বাড়ির দণি পাশে গরু চরাতে গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ফাহাদ উদ্দিন পিছন থেকে জুহাহির আলীকে দেশীয় কাঠের অস্ত্র দিয়ে মাথায় ও কোমরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করেন। গতকাল শুক্রবার বেলা ২টায় সিলেট ওমেক হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পুত্র বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
কানাইঘাট ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির বড়দেশ উত্তর পাঁচকুড়ি গ্রামে এক যুবকের হাতে ৭০ বছরের বৃদ্ধের মর্মান্তিক মৃতু্য ঘটেছে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, গত ১০/১২দিন পূর্বে বড়দেশ উত্তর পাঁচকুড়ি গ্রামের জুয়াহির আলী (৭০) এর একটি গরু চুরি হয়। এ বিষয়ে গত মঙ্গলবার(১৫ইমার্চ) রাত ৯টায় গ্রামে একটি বৈঠক বসে। বৈঠকে জুয়াহির আলী প্রতিবেশি আব্দুল মালিকের পুত্র ফাহাদ উদ্দিন (২০) কে গরু চুরির হোতা হিসেবে চি্ি#৮২০৬;হ্নত করলে বাক বিতন্ডা শুরু হয়। উপস্থিত মুরবি্বদের হস্তেেপ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় প্তি হয়ে পরদিন বুধবার সকাল ৮টায় জুয়াহির আলী বাড়ির দণি পাশে গরু চরাতে গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ফাহাদ উদ্দিন পিছন থেকে জুহাহির আলীকে দেশীয় কাঠের অস্ত্র দিয়ে মাথায় ও কোমরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করেন। গতকাল শুক্রবার বেলা ২টায় সিলেট ওমেক হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পুত্র বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়