Monday, March 28

মহান স্বাধীনতা দিবস

কানাইঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত

কানাইঘাটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্বীর পরিবেশে ৪০তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে ১২টা ১মিনিটে উপজেলা প্রশাসন, এরপর থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়া দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কানাইঘাট ডিগ্রি কলেজ : মহান স্বাধীনতা দিবস উপল্যে কানাইঘাট ডিগ্রি কলেজের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্য শামসুল আলমের সভাপতিত্বে ও স্টাফ কাউন্সিলের সচিব ফরিদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র লুৎফুর রহমান। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাবিব আহমদ, সিরাজুল হক, বশির উদ্দিন আহমদ,দেলোয়ার হোসেন, শফিউল আজম চৌধুরী, ক্রীড়া শিক ওলিউর রহমান, লাইব্রেরীয়ান নুরুল আলম প্রমুখ।

বীরদল এন.এম একাডেমী: মহান স্বাধীনতা দিবস উপল েবীরদল এন.এম একাডেমীতে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা-সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক মোঃ জার উল্লার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক মোঃ মহিউদ্দিন ও সিনিয়র শিক কাজী নজরুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সিলেট এম.সি কলেজের সাবেক ভিপি খসরুজ্জামান(খসরু),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক মো আলাউর রহমান,সদস্য মোঃইলিয়াস আলী,তরুন সমাজসেবী মো:শামীম আহমদ,বীরদল বহুমূহী সমবায় সমিতির সদস্য মামুনুর রশীদ মামুন,বিদ্যালয়ের সিনিয়র শিক মোঃদিলদার আহমদ,মোঃমিছবাউল আলম,স্কাউট শিক মোঃশাহাব উদ্দিন প্রমূখ।

রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়: মহান স্বাধীনতা দিবস উপল্যে কানাইঘাট রামিজা বালিকা উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক মামুন আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক শামিম আহমদের পরিচালনায় বিজয়ী শিাথর্ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র লুৎফুর রহমান, এডভোকেট মামুন আহমদ, কাউন্সিলার আব্দুল মালিক, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুন নুর, ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন, সাংবাদিক নিজাম উদ্দিন, কাওছার আহমদ প্রমুখ।

গাছবাড়ী মডার্ণ একাডেমী: মহান স্বাধীনতা দিবস উপল্যে কানাইঘাট উপজেলার গাছবাড়ী মডার্ণ একাডেমীতে দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যনেজিং কমিটির সভাপতি ওলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমীর সাবেক শিক, লন্ডন প্রবাসী এডভোকেট আব্দুস সাত্তার। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট নিউজ টোয়েন্টি ফোর ডট নেট'র পরিচালক কামরুল ইসলাম,কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সহ সভপতি দেলওয়ার হোসেন সেলিম,সাংবাদিক সাদিকুর রহমান সাদিক,সুবর্ণা হামিদ,রত্না আহমদ তামান্না, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি আতাউর রহমান আক্তার,অবসরপ্রাপ্ত প্রধান শিক মাহমুদ হোসেন, সমাজসেবী জালাল উদ্দিন,প্রবাসী আব্দুল মালিক। সহকারী শিক আবু হানিফের পরিচালনায়আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক আব্দুল মতিন, ফরিদ উদ্দিন, আাব্দুল হক,আসাদুজ্জামান,ক্রীড়া শিক এবাদুর রহমান, শিউলি খাতুন,করম উল্লাহ,নুরে আলম সিদ্দিকী,মাহফুজুর রহমান প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মজিদ। কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র ইমদাদুর রহমান।

মানিকগন্জ উচ্চ বিদ্যালয়: কানাইঘাট উপজেলার মানিকগন্জ উচ্চ বিদ্যালয়ে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবী ও শিানুরাগী মামুনুর রশিদ মামুন। প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল। বিশেষ অতিথি ছিলেন দণি বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ। সভাপতিত্ব করেন প্রধান শিক এখলাছে এলাহী। যৌথভাবে উপস্থাপনা করেন সহকারী প্রধান শিক শাাহাব উদ্দিন ও সিনিয়র শিক এনামুল হক। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণীর ছাত্র মহিউদ্দিন জাবের।

আগফৌদ নারাইনপুর পুরাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়: কানাইঘাট উপজেলার আগফৌদ নারাইনপুর পুরাতন সরকারী প্রথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পালিত হয়েছে। বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট পৌর সভার মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী নিজাম উদ্দিন আল মিজান,কানাইঘাট মহিলা কলেজের প্রিন্সিপাল সিরজুল ইসলাম,কানাইঘাট থানার অফিআর ইনচার্জ শফিকুর রহমান খান,উপজেলা সহকারী শিা অফিসার আাব্দুল বাছিত,কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্টাতা সহ সভাপতি দেলওয়ার হেসেন সেলিম, সিলেট নিউজ টোয়েন্টি ফোর ডট নেট'র পরিচালক কামরুল ইসলাম, সাংবাদিক সাদিকুর রহমান সাদিক,সুবর্ণা হামিদ,রত্না আহমদ তামান্না, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব নুরুল হক,কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্র লীগের সভাপতি নাজমুল ইসলাম হারুন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সহ শিক সাবি্বর আহমদের পরিচালনায় অন্যান্রে মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান, দাতা সদস্য শ্রী শ্যামল চন্দ্র চন্দ ,সহ শিক আবুল কালাম, আমিন উদ্দিন,আলেয়া বেগম,হালিমা বেগম। ৫ম শ্রেণীর ছাত্র আলমগীর হোসেনের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক নুরুল ইসলাম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়