Thursday, June 3

বিরল প্রজাতির সেই ‘কালো বাঘ’ মারা গেছে



নিজস্ব প্রতিবেদক, সিলেট
ছবি:মাহবুবুর রশিদ


বিপন্নপ্রায় ‘ব্লাক প্যান্থার’ প্রজাতির সেই ‘কালো বাঘ’টিকে বাঁচিয়ে রাখা গেল না। উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে গত মঙ্গলবার রাতে বাঘটি মারা যায়। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রউফ জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাঘটি কাহিল হয়ে পড়লে উপস্থিত বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষক দলের সদস্যরা চট্টগ্রামের সাফারি পার্কে কর্তব্যরত পশু চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করেন। উন্নত চিকিত্সার জন্য চিকিত্সকেরা বাঘটি দ্রুত চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বাঘটি বহনকারী গাড়ি কুমিল্লা পৌঁছালে রাত সাড়ে ১২টার দিকে বাঘটি মারা যায়।বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘বিরল প্রজাতির হওয়ায় বাঘটিকে বাঁচিয়ে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। কিন্তু শারীরিক জখম বেশি হওয়ায় বাঘটি মারা গেছে বলে চিকিত্সকেরা আমাদের নিশ্চিত করেন।’ গত সোমবার ভোরে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ (পশ্চিম) ইউনিয়নের নুনাছড়া চা-বাগান এলাকায় গ্রামের বাঘ কেওর কমিটির উদ্যোগে শতাধিক লোক জালের ফাঁদ পেতে বাঘটি আটক করে। পরদিন বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষক দলের উপস্থিতিতে বাঘটি উপজেলা প্রশাসনের জিম্মায় দেওয়া হয়। বন্যপ্রাণী সংরক্ষকেরা এটিকে ব্ল্যাক প্যান্থার প্রজাতির বলে শনাক্ত করেন। (প্রথম আলো) ০১-১০-২০০৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়