Tuesday, January 27

জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে ঐক্যের ডাক: যুক্তরাজ্যে চাকসু মামুনের পক্ষে সভা


কানাইঘাট নিউজ ডেস্ক:

সন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুর রশীদ (চাকসু মামুন)-এর সমর্থনে যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জ-কানাইঘাটবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৬ জানুয়ারি) যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের ১৩২ এরিক স্ট্রিট, ইএসএস-এ এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবী বশিরুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যাংকার আহমেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবুল মনসুর চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জাকি মোস্তফা টুটুল ও সাবেক ছাত্রনেতা শাহীন রশীদ।

আলোচনা সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুর রশীদ (চাকসু মামুন)-এর ফুটবল প্রতীকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও পিছিয়ে পড়া সিলেট-৫ আসনের সার্বিক উন্নয়নের স্বার্থে একজন সৎ, যোগ্য ও উন্নয়নমনস্ক প্রার্থী হিসেবে চাকসু মামুনকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করা সময়ের দাবি। তারা প্রবাসী ও দেশবাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাঁর পক্ষে কাজ করার অনুরোধ জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়