কানাইঘাট নিউজ ডেস্ক :
জকিগঞ্জ-কানাইঘাটের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও গণজোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে বলে মন্তব্য করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।
তিনি বলেন, পিছিয়ে থাকা এই জনপদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। খেটে খাওয়া মেহনতি মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে একটি মহল বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছে না। তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের গণজোয়ারে এসব ষড়যন্ত্র ভেসে যাবে ইনশাআল্লাহ।
শুক্রবার(০৯ জানুয়ারি) বাদ মাগরিব কানাইঘাট উপজেলার বীরদল বাজারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় স্থানীয় মুরব্বি ও বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সেক্রেটারি ডা. মইনুল হকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবুল বাশারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. ইয়াকুব আলী ও ওয়েছ আহমদ, জেলা কৃষক দলের সদস্য মাহবুবুল আলম, বিএনপি নেতা এবাদ মেম্বার, আবুল হাসনাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার ও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় নেতাকর্মীরা আগামী দিনে আন্দোলন-সংগ্রাম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়