নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, দানবীর ও শিক্ষানুরাগী মরহুম এমএ রকিবের সহধর্মিণী দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ নয়াগ্রাম নিবাসী মোছাম্মদ বদরুন নেছা ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টা ১৫ মিনিটে সিলেট শহরের হাউজিং এস্টেটের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একই দিন বাদ আছর সিলেট শহরের নয়াসড়ক জামে মসজিদ প্রাঙ্গণে বদরুন নেছার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে তাঁকে মানিকপুর কবরস্থানে দাফন করা হয়।
বড়দেশ এলাকার স্থানীয়রা জানান, বদরুন নেছা সবসময় এলাকার অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করতেন। তিনি ছিলেন অতিথিপরায়ণ, মানবিক এবং সমাজসেবামূলক কাজে অগ্রগামী। তাঁর স্বামী মরহুম এমএ রকিব ছিলেন যুক্তরাজ্য প্রবাসী দানবীর, যিনি নারীদের শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রেখে কানাইঘাটের একমাত্র রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অবদান ছিল অনন্য।
এদিকে মরহুমার সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও কানাইঘাট উপজেলা পরিষদের বিগত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সামসুজ্জামান বাহার তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
.jpeg)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়