Sunday, December 21

কানাইঘাটে পৃথক অভিযানে ভারতীয় নাসির বিড়ি ও পেঁয়াজ জব্দ, একজন আটক


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পিয়াজ ও নাসির বিড়ি জব্দ করা হয়েছে। এসব অভিযানে একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের দিকনির্দেশনায় শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই সোহাগ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ কানাইঘাট পৌরসভার বায়মপুর পশ্চিম বাইপাস মোড় এলাকায় একটি সিএনজি অটোরিকশা আটক করে।

এ সময় অটোরিকশাটিতে থাকা ৮ বস্তায় মোট ৩২০ কেজি ভারতীয় পিয়াজ জব্দ করা হয়। পাশাপাশি ফখর উদ্দিন (২০) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার যাত্রী ছাউনীর বিপরীত পাশে স্থানীয় লোকজন একটি পিকআপ গাড়ি আটক করে। পরে খবর পেয়ে এসআই শৈলেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি তল্লাশি করে।

তল্লাশিকালে পিকআপ গাড়িতে থাকা দুটি বস্তায় মোট ১১ হাজার ৭৬০ প্যাকেট ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল থানায় নিয়ে আসা হয়।

ভারতীয় পিয়াজ ও নাসির বিড়ি উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় পণ্য আটক করতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়