নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাটে পৃথক পুলিশি অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় কানাইঘাট থানার একটি বিশেষ দল।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ দুদুকে দিঘীরপাড় ইউনিয়নের ঠাকুরেরমাটি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত উভয় নেতার বিরুদ্ধে কানাইঘাট থানায় নিয়মিত মামলা রয়েছে। এছাড়াও দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ কর্মসূচির অংশ হিসেবে কানাইঘাট থানার পুলিশ তাদের অভিযান জোরদার করেছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে টানা পুলিশি অভিযানে কানাইঘাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়