Tuesday, December 23

লোভাছড়া কোয়ারীতে প্রশাসনের অভিযান, ৬টি পাথরবোঝাই বারকি নৌকা ধ্বংস


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে পাথরবোঝাই ৬টি ইঞ্জিনচালিত বারকি নৌকা গুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে লোভাছড়া কোয়ারীতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার। অভিযানে উপজেলা প্রশাসনের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বিজিবি ও কানাইঘাট থানা পুলিশ অংশ নেয়।

অভিযানকালে কোয়ারী এলাকার ‘চিন্তার বাজার’ নামক স্থানে অবৈধভাবে উত্তোলিত পাথর বোঝাই ৬টি বারকি নৌকা ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত শ্রমিকরা নৌকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পাথর উত্তোলন, পরিবহন, মজুদ ও ক্রাশার মেশিনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লোভাছড়া কোয়ারী থেকে একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শতাধিক ইঞ্জিনচালিত বারকি নৌকা ব্যবহার করে সেলো মেশিনের মাধ্যমে প্রতিদিন অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়