নিজস্ব প্রতিবেদক:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব জল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপি সমমনা জোটের প্রার্থী হিসেবে মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জমিয়তে উলামা ইসলামের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। আসন সমঝোতার অংশ হিসেবে মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করা হয়।
মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দেশের প্রাচীনতম ইসলামী দল জমিয়তে উলামা ইসলামের সভাপতি। তিনি জমিয়তের প্রতীক খেজুরগাছ মার্কা নিয়ে বিএনপি সমমনা জোটের প্রার্থী হিসেবে সিলেট-৫ আসনে নির্বাচন করবেন।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতসহ ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে এই আসনে নির্বাচন করেন। সে নির্বাচনে তিনি প্রায় ৮৫ হাজার ভোট পেয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন। বিভিন্ন মহলে তখন আলোচনা ছিল যে, নির্বাচনের অনিয়ম না হলে তিনি বিজয়ী হতে পারতেন।
এবার পুনরায় বিএনপি সমমনা জোটের প্রার্থী ঘোষণার পর জমিয়তে উলামা ইসলামের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী নেতাও মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী তাকে অভিনন্দন জানিয়েছেন।
তবে এ আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ মামুন (চাকসু) মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়