Saturday, December 20

কানাইঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯৫০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ ইসমাইল উদ্দিন (৫০)। তিনি কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়নের জুলাই নয়ামাটি গ্রামের মৃত তবারক আলীর পুত্র।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ মামুনার রশীদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জুলাই নয়ামাটি গ্রামে ইসমাইল উদ্দিনের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তার বসতঘর ও দেহ তল্লাশি করে লুঙ্গির কোচা থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৮৫ হাজার টাকা।

পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল উদ্দিনকে কানাইঘাট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ মামুনার রশীদ বাদী হয়ে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর— ১৮, তারিখ ১৯/১২/২০২৫ ইং।

এদিকে, এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইসমাইল উদ্দিনকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করায় স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। স্থানীয়রা জানান, সাতবাঁক ইউনিয়নের বৃহত্তর জুলাই এলাকায় একটি সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে তরুণ ও যুব সমাজের মধ্যে ইয়াবা সরবরাহ করে আসছে। এর ফলে এলাকায় মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক অপরাধও বাড়ছে।

সচেতন মহল এ ধরনের মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়