Thursday, December 11

কানাইঘাট আইনজীবি ফোরামের কাউন্সিল সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাট আইনজীবী ফোরামের কাউন্সিল ও সাধারণ সভা গত বুধবার (১০ ডিসেম্বর) সিলেট শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সিলেট বারের কর্মরত কানাইঘাটের আইনজীবিদের প্রাণবন্ত উপস্থিতিতে ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট এখলাছুর রহমানকে সভাপতি, এডভোকেট আব্দুস ছাত্তারকে সাধারণ সম্পাদক, এডভোকেট মাহবুব হুসাইনকে অর্থ সম্পাদক এবং এডভোকেট এম.এ. হাফিজকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

নতুন নেতৃত্ব পরে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা গেছে।

কাউন্সিলে বক্তারা সিলেট বারে কর্মরত কানাইঘাটের আইনজীবীদের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মানুষের কল্যাণে আইনসেবা বিস্তার এবং কানাইঘাটের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।






শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়