নিজস্ব প্রতিবেদক :
‘দৃষ্টি সবার অধিকার’ এ স্লোগানকে ধারণ করে কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের সামাজিক সংগঠন প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘ-এর তত্ত্বাবধানে এবং সংগঠনের ফ্রান্স (প্যারিস) শাখার অর্থায়নে একটি ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঝিংগাবাড়ীর স্থানীয় বুরহান উদ্দিন আল বারাকা কমিউনিটি সেন্টারে এ শিবিরটি পরিচালনা করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।
দিনব্যাপী এ ক্যাম্পে চোখের বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা, চক্ষু পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি প্রায় ১২০ জন রোগীর ছানি অপারেশনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা ঝিংগাবাড়ী কাপ্তানপুর মোহাম্মদীয়া আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কামাল উদ্দিন, প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা ডা. হাবিবুর রহমান হোসাইনী, বুরহান উদ্দিন বাজার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি লুৎফর রহমান, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক জালাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি তাওহীদুল ইসলাম, ঝিংগাবাড়ী ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল কাদির, ৯ নম্বর ওয়ার্ড সদস্য নাঈম উদ্দিন, বিশিষ্ট সমাজহিতৈষী সাইদুর রহমান, উপদেষ্টা আব্দুল হান্নান, মাওলানা আবুল কালাম, সংঘের সভাপতি মাওলানা বিলাল আহমদ, সাধারণ সম্পাদক ছালিম আছলামসহ আরও অনেকে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়