নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে ‘মাওলানা রফিকুল হক ওয়েলফেয়ার সোসাইটি’-এর উদ্যোগে তৃতীয় মেধা অন্বেষণ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) উপজেলার তিনটি কেন্দ্র রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়, গাছবাড়ী মডার্ণ একাডেমি এবং সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।
উপজেলার ৫ম ও ৮ম শ্রেণির স্কুল ও মাদ্রাসা পর্যায়ের মোট ১১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, যা পুরো অনুষ্ঠানকে পরিণত করে এক উৎসবমুখর শিক্ষাবান্ধব পরিবেশে।
উল্লেখ্য, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক, সজ্জন সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মাওলানা রফিকুল হক-এর শিক্ষা-উদ্যোগকে এগিয়ে নিতে তাঁর সুযোগ্য উত্তরসূরি জুনেইদ আহমদ ও তাঁর সহোদরদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ‘মাওলানা রফিকুল হক ওয়েলফেয়ার সোসাইটি’। প্রতিষ্ঠার পর থেকেই সোসাইটি বৃত্তি প্রদান, এতিমখানা পরিচালনা, মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজনসহ নানা সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে।
প্রতিযোগিতা সম্পর্কে সোসাইটির সচিব ও কানাইঘাট সরকারি কলেজের শিক্ষক মোঃ ফয়ছল উদ্দিন পারভেজ বলেন,“খুবই সুশৃঙ্খলভাবে এবং উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।”
বৃত্তি পরীক্ষা চলাকালে সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ জার উল্লাহ, ডিরেক্টর ম্যানেজমেন্ট মোঃ মাহবুবুল হক, ডিরেক্টর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মোঃ অলিউর রহমান, ডিরেক্টর এক্সিকিউটিভ মেম্বার মোঃ ফয়সাল আহমদ, মাহবুবুল আলম, জুবায়ের মাশুক, আব্দুল্লাহ আল-মামুনসহ কমিটির সদস্যরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়