Sunday, November 16

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন কানাইঘাটের জসীম


নিজস্ব প্রতিবেদক:

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ঘোষিত ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন  ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি সান পত্রিকায় কর্মরত সাংবাদিক কানাইঘাটের সন্তান এহসানুল হক জসীম। সুশাসন ও দুর্নীতি (অনুসন্ধানী) ক্যাটাগরিতে বিশেষ প্রতিবেদন উপস্থাপনের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জসীম-সহ অন্যান্য বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী এবং নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন জুরিবোর্ডের প্রধান শামসুল হক জাহিদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এবার মোট ২৪টি ক্যাটাগরিতে ২৭ জন সাংবাদিককে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে রিপোর্টের মান, অনুসন্ধানী দক্ষতা, উপস্থাপনশৈলী এবং পাঠক-দর্শকের ওপর প্রভাব বিবেচনায় বিজয়ীদের নির্বাচন করে জুরি বোর্ড।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে এহসানুল হক জসীম বলেন,“যে কোনো সম্মাননা অবশ্যই ভালো কাজের স্বীকৃতি। এ পুরস্কার আমাকে আরও বেশি দায়িত্বশীল ও অনুপ্রাণিত করেছে। আমি আবেগাপ্লুত।”

সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের ব্রাক্ষ্মণগ্রামে এহসানুল জসীমের জন্ম। তার পিতা শফিকুল হক এবং মাতা কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। জসীম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রী অর্জনের পর বর্তমানে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।

পেশায় সাংবাদিক এহসানুল হক জসীমের ‘বাংলাদেশের ইসলামী রাজনীতির ব্যবচ্ছেদ’ ও বরাক পারের বয়ান’ নামে দুটি প্রকাশিত গ্রন্থ রয়েছে। 

২০২২ সালে তথ্য মন্ত্রণালয়ের অধীনে গবেষণা পরিচালনা করেন তিনি। ২০২৩ সালে একটি আন্তর্জাতিক সংস্থার মিডিয়া ফেলোশিপ লাভ করেন এবং একই বছর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদত্ত ‘তামাক নিয়ন্ত্রণ জাতীয় সম্মাননা-২০২৩’ অর্জন করেন। দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ এবং প্রবন্ধ উপস্থাপনেও রয়েছে তার উল্লেখযোগ্য ভূমিকা।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়