নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের লামা ঝিংগাবাড়ী গ্রামে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম রানা নামে এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জসিম রানা উপজেলার একই ইউনিয়নের নওয়ামাটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় রং মিস্ত্রি জসিম রানা কাজের উদ্দেশ্যে কয়েক দিন আগে লামা ঝিংগাবাড়ী এলাকায় যান। রবিবার (২ নভেম্বর) সকালে একটি বাড়িতে রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের খোলা তারের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমার ইউনিয়নের নওয়ামাটি গ্রামের তরুণ জসিম লামা এলাকায় রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এদিকে মাত্র দেড় বছর আগে জসিম রানা বিয়ে করেন। তাঁর এক সন্তানও রয়েছে। হঠাৎ করে এ তরুণ রং মিস্ত্রির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়