
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির আয়োজনে ৬ষ্ট তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
ঝিংগাবাড়ী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার প্রায় এক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সমিতির সভাপতি মিজানুর রহমান চৌধুরী মাশকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ আল মনসুর চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী ও শিক্ষানুরাগী হাফিজ জয়নুল আবেদীন চৌধুরী,সমিতির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী দুলাল, ফজলুল বাসিত বেলাল, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কাদির, সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী, ইয়াহইয়া আহমদ চৌধুরী, শাহজাহান সোলাইমান চৌধুরী মারুফ,
সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সজীব, সিনিয়র সদস্য রেজওয়ান আহমদ চৌধুরী, আহমদ আদিল চৌধুরী প্রমুখ।
এ সময় সূধিজনরা বলেন, কুরআনের পাখি হাফিজগণ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। হাফিজদেরকে আরো সহযোগিতা ও প্রতিযোগিতার ব্যবস্থা করলে মেধা বিকাশের মাধ্যমে তারা আরো এগিয়ে যাবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়