নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার প্রতি উদ্দীপনা ও অনুপ্রেরণা জাগাতে বৃত্তি প্রদান অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও কানাইঘাটের কৃতি সন্তান ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল। তিনি বলেন, “বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করে এবং তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করে। শিক্ষা হলো অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য কোনো শর্টকাট পথ নেই। যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে, তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে।”
শনিবার (১ নভেম্বর) কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর শাহজালাল সমাজ কল্যাণ যুব সমিতির উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির সভাপতি আব্দুল বাসিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এখলাছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ফয়সাল আরও বলেন,
“তোমরা আজ যে সাফল্য অর্জন করেছ, সেটাই শেষ নয়। সামনে তোমাদের জন্য আরও তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসিত এবং সিলেট সরকারি কলেজের প্রভাষক মুহি উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিংগাবাড়ী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফিজ মাওলানা আব্দুল কাদির, আগফৌদ নারাইনপুর শাহজালাল সমাজ কল্যাণ যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ানুল করিম, গাছবাড়ী উইমেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যক্ষ আহমদ সালেহ বিন মালিক, সমিতির সাবেক সভাপতি মাওলানা বাহার উদ্দিন, শিক্ষক শাহনেওয়াজ খসরু, গাছবাড়ী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বাশার এবং ইউপি সদস্য আব্দুল্লাহ।
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারীদের সনদ, প্রাথমিক মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার এবং এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়