নিজস্ব প্রতিবেদক ::
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাটেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী এর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ও বক্তারা দুর্যোগ প্রশমনের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সুবল চন্দ্র বর্মণ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফা, জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন প্রমুখ।
এসময় ইউএনও তানিয়া আক্তার বলেন,“প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ আজ বিশ্বজুড়েই একটি বড় হুমকি। হাওর-বাঁওর ও নদী বেষ্টিত বাংলাদেশে আমরা প্রায়ই বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হই। সরকারের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এখন মৃত্যুর হার অনেক কমে এসেছে, তবে সম্পদের ক্ষয়ক্ষতি এখনও উদ্বেগজনক। সীমান্তবর্তী কানাইঘাট উপজেলাকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ থেকে সুরক্ষা দিতে হলে আগামী প্রজন্মকে সচেতন ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।”
আলোচনা সভার পূর্বে কানাইঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক একটি প্রায়োগিক মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিত সবার মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়