নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাটে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর আয়োজনে এবং কানাইঘাট উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান।
স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজি, ঢাকা-এর সহকারী পরিচালক মো. ইমরানুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মণ,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুফিদুল হক,সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম,দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, এবং কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শারীরিক শিক্ষা শিক্ষক আতিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন,“ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কর্মকাণ্ডে সহায়তা এবং গ্রামীণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সরকার তাদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে, যাতে তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।”
তিনি আরও বলেন,“প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনী আরও পেশাদার ও সচেতন হয়ে উঠবে। নিজেদের শেখার মানসিকতা নিয়ে সবাই যেন মনোযোগ সহকারে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, সেটিই আমাদের প্রত্যাশা।”
প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়