নিজস্ব প্রতিবেদক:
পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি মাদরাসা শিক্ষা বোর্ডের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী বলেছেন, “কওমি মাদরাসাই হলো দ্বীন ও ইসলাম রক্ষার শক্ত ঘাঁটি। ইসলামকে টিকিয়ে রাখতে হলে এ মাদরাসাগুলোকে সুদৃঢ় ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।”
আজ বৃহস্পতিবার সকালে কানাইঘাট পৌরসভার শিবনগর এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া শিবনগর দারুল কুরআন মাদরাসা পরিদর্শন করেন তিনি। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরিচালিত এ পরিদর্শনকালে মাদরাসার বিভিন্ন শাখা ও কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শন শেষে ছাত্রদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্যে আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী বলেন, কওমি মাদরাসা শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, বরং এটি দ্বীনের সঠিক শিক্ষা ও ইসলামী আক্বীদা সংরক্ষণের এক মহান কেন্দ্র। মুসলিম উম্মাহর ঈমান-আক্বীদা, চরিত্র গঠন ও নৈতিক শুদ্ধতার জন্য কওমি মাদরাসাগুলো যুগ যুগ ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে দ্বীনের ওপর নানা চ্যালেঞ্জ আসছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় কওমি মাদরাসাগুলোকে আরও সুসংগঠিত হতে হবে। শিক্ষক, ছাত্র, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা মাদরাসার পরিবেশ ও ছাত্রদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী বলেন, “মাদরাসাগুলো টিকে থাকলে দ্বীনের দীপশিখা জ্বলে থাকবে। তাই এগুলোকে রক্ষায় আমাদের সকলের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।”
পরিদর্শন শেষে মাদরাসার শিক্ষকমণ্ডলী ও স্থানীয় মুসল্লিরাও তাকে ধন্যবাদ জানান।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়