নিজস্ব প্রতিবেদক:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’এ স্লোগানকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন পরবর্তী এক আলোচনা সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় দুর্নীতি বিরোধী এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।
মানববন্ধন ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সূধীজন অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ,উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ।
দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের পর সকলেই এখন দুর্নীতির বিরুদ্ধে বেশ সচেতন। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দূর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।’
এছাড়াও আলোচনা সভায় বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন ,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুহেল আহমদ, কনাইঘাট বাজারের ব্যবসায়ী আব্দুল কাদিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়