Friday, April 5

কানাইঘাটে অসহায়দের নগদ অর্থ দিল 'নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট'


নিজস্ব প্রতিবেদক:

বিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে প্রতিবারের মতো এবারো অসহায়-দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে ‘নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট’।

বৃহস্পতিবার(৫ এপ্রিল) বিকেল ৫ টায় রাজাগঞ্জ ইউনিয়নের বীরদলস্থ গ্রীন বাড কিন্ডার গার্টেনের হলরুমে এলাকার দেড় শতাধিক অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এলাকার প্রবীণ মুরব্বি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এবং  ট্রাস্টের সেক্রেটারী বদরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য,উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ.কে.এম শামসুজ্জামান বাহার।

বিশেষ অতিথি ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শওকত হোসেন চৌধুরী জুয়েল,সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আব্দুল খালিক,এডভোকেট আব্দুছ সাত্তার,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ,ব্যাংক কর্মকর্তা ফখরুল ইসলাম, গ্রীন বাড কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সামসুদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন,পবিত্র ঈদুল ফিতরে অসহায় ও দুঃস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের পাশে দাড়িয়েছে‘নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট’। এরজন্য অতিথিবৃন্দ ট্রাষ্টের চেয়ারম্যান যুক্তরাজ্য কমিউনিটি নেতা আহমেদ ইকবাল চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়