Tuesday, February 6

কানাইঘাটে ২ হাজার শীতার্তদের শীতবস্ত্র দিল ইমেজ ফাউন্ডেশন


নিজস্ব প্রতিবেদক ::

পৌষ মাসের কনকনে শীতের পর এখন শুরু হয়েছে মাঘ মাসের শীতের তীব্রতা। এমন তীব্র শীতে কাহিল অবস্থা সিলেটের কানাইঘাট উপজেলার নিম্ন আয়ের মানুষদের। 

এ অবস্থায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ অ-রাজনৈতিক ও সেবামূলক সামাজিক সংগঠন ‘ইমেজ ফাউন্ডেশন’।

ফাউন্ডেশনের উদ্যোগে পৃথক আয়োজনে ইতোমধ্যে কানাইঘাট পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ২ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের জন্য প্রাণভরে দোয়া করেছেন সুবিধাভোগী দরিদ্র মানুষরা।

পৃথক অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া এসব শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফারজানা নাসরীন,শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল,কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ সাব্বীর আহমদ,গাছবাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল মতিন,কানাইঘাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাবিব আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার এখলাছে এলাহী,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, চরিপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মুজম্মিল আলী,দৈনিক মানবজমিনের কুটনৈতিক সংবাদদাতা মিজানুর রহমান,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন,বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী,রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম,দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী,  লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শমসের আলম,লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজির উদ্দিন,৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর,রুপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ফখরুল ইসলাম,এডভোকেট ওলিউর রহমান,সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু,দারুল হাদীস রাজাগঞ্জ ইউনিয়নের শায়খুল হাদীস ও শিক্ষাসচিব মাওলানা আহমদ আলী,ইমেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদাউস,ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম , সাইফ উদ্দিন, মুজিবুর রহমান , নোভেল আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা প্রচন্ড এই শীতের সময় সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও সমাজ হৈতশী ব্যক্তিবর্গদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ইমেজ ফাউন্ডেশন কানাইঘাটের  অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে অনন্য নজির স্থাপন করেছে। এজন্য তারা সংগঠনের চেয়ারম্যান বেলাল আহমদকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এদিকে কানাইঘাট পৌরসভা সহ ৯টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় কানাইঘাটের সকল শ্রেণি-পেশার মানুষকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইমেইজ ফান্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমদ।

বেলাল আহমদ বলেন, আমি বিভিন্ন উন্নয়নে পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নে দীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছি। আশা করি আপনারা আমার পাশে সবসময় থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও বড় ধরনের সহযোগিতা করতে পারি কানাইঘাটের মানুষের জন্য। ভবিষ্যতে শিক্ষা ও খেলাধুলা নিয়ে এই কানাইঘাটে আরো কাজ হবে বলেও জানান তিনি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়