Wednesday, January 17

লামাঝিঙ্গাবাড়ি মাদ্রাসায় নতুন কারিকুলাম বাস্তবায়নে ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাট উপজেলার ঐতিহ্যবহী লামাঝিংগাবাড়ি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা -২০২১ বাস্তবায়ন কল্পে একদিন ব্যাপী শিক্ষাক্রম বিস্তারণ কর্মশালার ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা অডিটোরিয়ামে উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের উপস্থিতিতে ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

লামাঝিংগাবাড়ি এমডি মাদ্রাসার সুপার মাওলানা মোরতজা আহমেদ এবং সহকারী সুপার মাওলানা কামাল উদ্দিনের উপস্থিতিতে ইন হাউজ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আলতাফুর রহমান, এবাদুর রহমান, শামছুল করীম, সাইদুল ইসলাম, বিলাল উদ্দিন, ফরিদ উদ্দিন আহমেদ, আক্তারুজ্জামান,সাইফুল্লাহ্, মাওলানা ফরিদ উদ্দিন, সালেহ্ আহমেদ, আবু বকর প্রমুখ।  

সকল শিক্ষকরা নিজ নিজ আলোচনার মাধ্যমে ক্লাস পদ্ধতি ও মূল্যায়ন সম্পর্কে স্পষ্ট ধারণা আয়ত্ত করেন। পরে মাদ্রাসা পরিচালনা সম্পর্কে আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্তি হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়