নিজস্ব প্রতিবেদক ::
আসন্ন দ্বাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেট-৫ আসন (কানাইঘাট -জকিগঞ্জ) থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম রানা।
মঙ্গলবার (২১ নভেম্বর) স্মার্ট অ্যাপের মাধ্যমে মনোনয়ন ফরম দাখিল করেন তিনি।
মনোনয়ন ফরম দাখিল শেষে জাহাঙ্গীর আলম রানা বলেন, 'আমি কানাইঘাট -জকিগঞ্জ আসনের মানুষের কল্যানে কাজ করতে চাই। মনোনয়ন ফরম কিনার জন্য এলাকার সাধারণ মানুষ আমাকে ব্যাপক উৎসাহ দিয়েছেন। এ কারণেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি আশাবাদী গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিবেচনা করবেন।'
রানা আরো বলেন,' জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথই আমার কাছে রাজনীতি। কোনো পার্থিব লোভে আমি রাজনীতি করি না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে রাজনীতির মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করে যেতে চাই।'
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়