Thursday, August 10

কানাইঘাটে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাটে মৎস্য অফিসের উদ্যোগে উন্মুক্ত জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার (৯ আগষ্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী প্রধান অতিথি হিসাবে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা প্রথমে আন্দু নদী উন্মুক্ত জলাশয়ে পরবর্তীতে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর এবং থানার উন্মক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ, সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ উৎপেলন্দু বর্মন, থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাক মুমিন রশিদ, মৎস্য অফিসের ফিল্ড এ্যসিসটেন্ট বিদ্যুৎ চন্দ সরকার প্রমুখ। 

মাছের পোনা অবমুক্তকালে উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী বলেন, দেশে দিন দিন মাছের খামারের সংখ্যা বেড়ে যাওয়ার কারনে মাছের উৎপাদন বেড়েছে। তিনি হাওর বেষ্টিত কানাইঘাট উপজেলায় মৎস্য চাষে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া মৎস্য অফিসের উদ্যোগে মাছের অবাদ বিচরনের জন্য বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে খাটিবাদ অপসারণ করা হয়।   


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়