কানাইঘাট নিউজ ডেস্কঃ
গত ২১ জানুয়ারি ২০২৩ ঈ. শনিবার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন শিবনগর মাদ্রাসায় হিযবে এলাহী পরিষদ কানাইঘাট পৌরসভা সিলেট এর উদ্যোগে মক্তব ভিত্তিক কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার ২৭ টি মক্তব থেকে মোট ১২৪ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নগদ ৫০০০/- টাকা পেয়েছে দূর্লভপুর নয়াগ্রাম দক্ষিণ অদর্শ মক্তবের ছাত্র মাওলানা আব্দুল মতিন এর ছেলে নাবিল আহমদ। দ্বিতীয় স্থান অর্জন করে নগদ ৩০০০/- টাকা পেয়েছে খেলুরবন্দ জামে মসজিদের ছাত্র মো. আব্দুল্লাহ এর ছেলে সুহেল আহমদ। তৃতীয় স্থান অর্জন করে নগদ ২০০০/- টাকা পেয়েছে গৌরিপুর বড়বাড়ি জামে মসজিদের ছাত্র নুর ইসলাম এর ছেলে নাঈম আহমদ। সাথে তাদের শিক্ষকগণকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ২০ জনকে অকর্ষণীয় পুরস্কারসহ সকল প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী হুজুর দা. বা.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আলীম উদ্দীন শায়খে দুর্লভপুরী দা. বা.। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকাল ৮ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টা নাগাদ প্রতিযোগিতা শেষ হয়। বিকাল ৩ ঘটিকা থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন মুশাহিদিয়া ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা সাজ্জাদুর রহমান সাহেব। পূর্ব সিলেট আযাদ দ্বীনি এদারা বোর্ডের হিফজ বিভাগের পরীক্ষক হাফিজ রিয়াজ উদ্দিন সাহেব। লাফনাউট রমযানিয়া ক্বিরাত সেন্টারের প্রধান ক্বারী মাওলানা শামীম আহমদ ক্বাসিমী।
অনুষ্ঠানকে সফল করতে যাদের অবদান অতুলনীয় তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর খাজা শাহাব আহমদ আমেরিকা প্রবাসী, মো. মামুন আহমদ, মাওলানা ফাহাদ আহমদ, মো. জসিম উদ্দিন, হাফিজ হুসাইন আহমদ, হাফিজ কুদরত উল্লাহ, জনাব শামসুল হক, হাফিজ মুহিবুর রহমান সুব্বুর, হাফিজ সুহেল আহমদ, হাফিজ ইসলাম উদ্দীন, মাওলানা ইলিয়াস সাহেব, মো. মিলন আহমদসহ প্রমূখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়