নিজস্ব প্রতিবেদক:
ভারটেক্স ইংলিশ হোমের প্রতিষ্ঠাতা ও সিইও হাফিজ ফয়ছল আহমদের উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য গমন ও এসএসসি ব্যাচ-২০২২ শিক্ষা বর্ষের স্পোকেন ইংলিশ কোর্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কানাইঘাট উপজেলার সড়কের বাজার ভারটেক্স এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ভারটেক্সের সিইও হাফিজ ফয়ছল আহমদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাব’র সভাপতি, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান সেলিম বুলবুল বলেন, হাফিজ ফয়ছল আহমদের মতো দেশের তরুণ প্রজন্মের মেধাবীরা দেশ ও বিদেশের মাটিতে নিজেদের যোগ্য প্রমাণ করে দেশের ভাবমূর্তিকে সমুন্নত ও সমুজ্জ্বল করবেন। তিনি আরো বলেন, একজন কোরআনে হাফিজ হয়েও এরকম ইংরেজি শেখার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তা প্রসংসার দাবি রাখে। আমরা ফয়ছল আহমদ এর সার্বিক সফলতা কামনা করি।
মাহবুবুর রহমান এবং শাহরিয়া ইউসুফ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর প্রশাসনিক কর্মকর্তা এম মামুন উদ্দিন, সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, সড়কের বাজার বণিক সমিতির সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ চৌধুরী রুহিন, সড়কের বাজার উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মুসলিম উদ্দিন সুন্না, বিয়ানীবাজার ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা আবু সিদ্দিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারি কলেজ এর প্রভাষক আব্দুর রহিম, বিয়ানীবাজার দেউলগ্রাম দ্বী-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক আব্দুল আলিম, ছাত্রনেতা আল মাহমুদ ছাবিল, মোহনা সাহিত্য-সংস্কৃতি সংসদ এর সভাপতি শিপুল আমিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান, কানাইঘাট প্রেসক্লাব সদস্য সাংবাদিক হাফিজ আহমেদ সুজন, প্রতিষ্ঠানের শিক্ষক মাহবুব আহমেদ, শাহরিয়া ইউসুফ, সাফওয়ান আহমদ, প্রমুখ। সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মওদুদ আহমদ।
সংবর্ধিত অতিথি হাফিজ ফয়ছল আহমদ আবেগাপ্লুত হয়ে বলেন, এই প্রতিষ্ঠান আমার নয়, আপনাদের। আমি উচ্চ শিক্ষা অর্জনের জন্য সাময়িক চলে গেলেও সেখান থেকেও আমি সর্বক্ষনিক প্রতিষ্ঠান খোঁজখবর রাখবো।
অনুষ্ঠানের শেষে ফয়ছল আহমদকে ছাত্র-ছাত্রি ও সহকর্মীবৃন্দের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা স্মারক ও সম্মাননা ক্রেস্ট এবং ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়