Friday, May 27

বন্যার্তদের মাঝে সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিনের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত


নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ জাতীয় পার্টির চেয়ারম্যানের আর্ন্তজাতিক উপদেষ্টা ও আছাদ-আজিজুন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম উদ্দিনের নিজস্ব অর্থায়নে কানাইঘাট-জকিগঞ্জের বন্যা দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। 

পাশাপাশি সাবেক সাংসদ আলহাজ্ব সেলিম উদ্দিনের নিজ এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় অনুরূপ ভাবে বন্যা দুর্গতদের মাঝে আছাদ-আজিজুন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ৩ দিন থেকে কানাইঘাট-জকিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপস্থিতিতে নানা প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব, আজ শুক্রবার কানাইঘাট পৌরসভার বন্যার্ত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আলা উদ্দিন মামুন, সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কাজল, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক নাজিম উদ্দিন মিস্ত্রী, জাপা নেতা জালাল আহমদ, উপজেলা যুব-সংহতির আহ্বায়ক আলমাছ উদ্দিন, পৌর যুব সংহতির আহ্বায়ক ইসলাম উদ্দিন, সদস্য সচিব কামরুজ্জামান সহ নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণকালে জাপা নেতৃবৃন্দ বলেন, সুদূর যুক্তরাজ্যে অবস্থানকালেও কানাইঘাট-জকিগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য জাপার কেন্দ্রীয় নেতা আলহাজ্ব সেলিম উদ্দিন। তিনি তার নিজ অর্থায়নে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আছাদ-আজিজুন ফাউন্ডেশনের মাধ্যমে এ দু’টি উপজেলায় ১০ লক্ষ টাকার উপরে জাপা নেতাকর্মীদের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এজন্য দলের নেতাকর্মী সহ কানাইঘাটবাসীর পক্ষ থেকে সাবেক সাংসদ সেলিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়