Wednesday, March 9

ভিলেজ পলিটিক্স


এহসানুল হক জসীম: 

ভিলেজ পলিটিক্স বা ‘গ্রাম্য রাজনীতি’র কোনো কিতাবি সংজ্ঞা নেই। আমাদের মানসপটে যে নির্জন ছায়াঢাকা পাখিডাকা শান্ত পরিবেশের গ্রামের কথা ভেসে ওঠে, এর সঙ্গে এই রাজনীতি বড়ই বেমানান। শব্দটি বা পরিভাষাটি সাধারণত কুটিলতা অর্থে ব্যবহৃত হয়। গ্রামের প্রভাবশালী, ক্ষমতাধর, বংশীয় পেশিশক্তির অধিকারী ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা ভিলেজ পলিটিক্স এর চর্চা করে। ভিলেজ পলিটিক্সের ফাঁদে পড়ে অনেকে নিঃস্ব হয়েছেন। 

অনেক সময় দেখা যায়, ভিলেজ পলিটিক্সের প্যাঁচে পড়ে অনেক নিরীহ মানুষকে জেলে যেতে হয়। অপরাধ না করেও হয়রানীর শিকার হতে হয়। 

অন্যদিকে দেখা যায়, হয়তো গোষ্ঠীর বা বংশের একজন দোষ করেছে, তার জন্য নিরীহ অনেককে জড়ানো হয়, ফাঁসানো হয়। আবার দেখা যায়, সব জায়গায় না হলেও কোথাও কোথাও-- নিজ বংশের বা গোষ্ঠীর কোন অপরাধী, এমনকি ধর্ষকের মতো অপরাধীকেও নির্দোষ প্রমাণ করার জন্য উঠেপড়ে লাগা হয়। ভয়ংকর অপরাধীদের বাঁচাতে হীন চেষ্টা করা হয়। ভিলেজ পলিটিক্স আসলেই বড় নোংরা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়