কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট পৌর শহরের দক্ষিণ বাজারে(সিএনজি স্টেশনে) আহমদ ইলেকট্রনিক্স এন্ড টাইলস সেন্টার ২য় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহতামিম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কানাইঘাট ইলেকট্রিক বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক আক্তার হোসেন,দপ্তর সম্পাদক রুমান আহমদ,প্রচার সম্পাদক সম্পাদক জালাল উদ্দিন,অলিউর রহমান,কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমদ,আহমদ সফী,মারুফ আহমদ,শাকিল আহমদ প্রমুখ।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমদ হোসেন আফজল বলেন,‘আমরা দীর্ঘদিন শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে সফলতার সাথে কানাইঘাট উত্তর বাজার শাখায় গ্রাহকদের সেবায় নিয়োজিত থাকার পর গ্রাহকদের দোয়া ও ভালোবাসায় আমাদের দ্বিতীয় শাখাটি উদ্বোধন করেছি। আশা করছি, অতীতের মতো এবারও আমাদের অনুপ্রেরণা দিয়ে সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন।
আহমদ হোসেন আফজল আরো বলেন,‘ আমরা
সেরা ব্যান্ড মিনিস্টার ফ্রিজ এবং উন্নত মানের টাইলস কোম্পানির ডিলার। আমাদের প্রধান লক্ষ্য গ্রাহকের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়