নিজস্ব প্রতিবেদক :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবীরকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে শাবিপ্রবি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইলকে এ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মো. ইশরাত ইবনে ইসমাইল সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের প্রয়াত ব্যাংকার মো. ইসমাইল'র ছেলে। তিনি ইংরেজি বিভাগের প্রথম ব্যাচের ছাত্র এবং একই বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে উত্তীর্ণ হন। তিনি ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এছাড়া শিক্ষাজীবনে কানাডা থেকে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন। ২০১৮ সালে তিনি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান।
কর্মজীবনে তিনি দুই মেয়াদে সহকারি প্রক্টরের দায়িত্ব পালনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে পালন করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়