প্রিয়নবী (সা.) তার প্রিয় উম্মতেকে বাড়ি থেকে বের হওয়ার সময় মহান রবের ওপর ভরসা করে বের হওয়ার জন্য সুপরামর্শ দিয়েছেন। দোয়াটি পড়ে বের হওয়ার পর থেকে ঘরে ফিরার আগ পর্যন্ত সে আল্লাহ তায়ালার জিম্মায় থাকবে। বাহিরের জটিল ও কঠিন বিপদ-আপদ থেকে বেঁচে যাবে।
আল্লাহ তায়ালার জিম্মাদারী চায় না এমন মুমিন মুসলমান খুঁজে পাওয়া দুষ্কর। বাড়ি থেকে বের হচ্ছেন, দূরে কিংবা কাছে কোথাও যাচ্ছেন, বাহিরে অবস্থানের এ সময়টাতে আল্লাহর জিম্মাদারী থাকার জন্য রাসূলে আরাবির শিখানো দোয়া-ই একজন মুমিন বান্দার জন্য যথেষ্ট।
প্রিয়নবী (সা.) ঘর থেকে বের হওয়ার সময় এ দোয়া পড়তে বলেছেন-
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহি।’
অর্থ : আল্লাহর নামে (বের হচ্ছি); আল্লাহর ওপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই; আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তিও নেই।’ (তিরমিজি, আবু দাউদ)
আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে ঘর থেবে বাহিরে বের হওয়ার তার জিম্মায় থাকার তাওফিক দান করুন। যাবতীয় অন্যায় ও পাপ কাজ এবং বিপদ-আপদ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়