Monday, May 11

নোয়াখালীতে একদিনে ২২ জনের করোনা শনাক্ত

কানাইঘাট নিউজ ডেস্ক:

নোয়াখালীতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ জন। জেলার সবকটি উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনজন।  

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।
তিনি জানান, গত ৭ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। পরে ১০ মে রাতে তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদেরকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়