নিজস্ব প্রতিবেদক ::
উৎসবমুখর পরিবেশে কানাইঘাটে সম্পন্ন হয়েছে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন, কানাইঘাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের সদস্যরা গোপন ভোটের মাধ্যমে মো: হেলাল আহমদ-কে সভাপতি পদে পুনরায় নির্বাচিত করেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: আবুল খায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শামীমা বেগম। এছাড়া আব্দুল মতিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনার হিসেবে কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সিএইচসিপি মামুন রশীদ ও জাসমিন বেগম।
ভোট গ্রহণের পূর্বে দুপুর সাড়ে ১২টায় এসোসিয়েশনের সভাপতি মো: হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত চক্রবর্তীর সঞ্চালনায় হাসপাতালের সম্মেলন কক্ষে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো: আকরাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মাহবুবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জায়েদুর রহমান, এবং সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিজাম নুর।
সাধারণ সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সভাপতি সালেক আহমদ, সিএইচসিপি সারোয়ার হোসেন, ও আলী আহমদ মাসুদ প্রমুখ।
নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুবোধ চন্দ্র দাস এবং উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়