Friday, October 3

কানাইঘাটের চতুল বাজারে রিজিক সুপার শপের উদ্বোধন

 


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের ঐতিহ্যবাহী চতুল বাজারে আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো রিজিক সুপার শপের।

উদ্বোধনী অনুষ্ঠানে নসীহত ও বিশেষ দোয়ার মাধ্যমে দোকানটির শুভ উদ্বোধন করেন আলিমকুল শিরোমণি, খলিফায়ে বায়মপুরী, শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী । এসময় তিনি বলেন, “ব্যবসায় জুলুম না হলে এবং হালাল হলে ব্যাপক উন্নতি সাধিত হয়।”দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী,শায়খুল হাদীস আল্লামা শফিকুল হক সুরইঘাটি, মাওলানা আব্দুল হক বড়চতুলী,মাওলানা ক্বারী কামাল উদ্দিন,মাওলানা এবাদুর রহমান,মাওলানা আব্দুল্লাহ বাহার,মাওলানা আবুল হোসাইন চতুলী,ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।  

ব্যবসা সংক্রান্ত বিষয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিজিক সুপার শপের পক্ষে মো. শাখাওয়াতুল ইসলাম আবিদ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়